‘বাবা-মা পারলে খমা (ক্ষমা) করে দিও, আমি মরার পর আমার বউ মেয়েকে দেখে রেখ। আমি জানি, আমার বউ আমার সাথে রাগ করেছে। ঈদের জন্য সবাই গুছ (মাংস) খাইছে কিন্তু আমি গুছ (মাংস) খাওয়াতে পারিনি। আমি আমার বয়ের (বউয়ের) মুখ ঈদের দিন বেজার দেখলাম, যদি পারো খমা (ক্ষমা) করে দিও।’
কথাগুলো চিঠিতে লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামের এক যুবক। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার চিরকুটটি উদ্ধার করা হয়েছে। নিহত হাসান আলী ওই গ্রামের রহমত আলীর ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, অভাব-অনটনের কারণে ওই ব্যক্তি এই কাজ করে থাকতে পারে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


