ads
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইউএনডিপি’র প্লাস্টিক দূষণবিরোধী প্রচারণায় যুব অ্যাডভোকেট শাকিল

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, বাংলাদেশ: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে প্লাস্টিক দূষণ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তাদের নতুন প্রচারণায় পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল-কে যুব অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করেছে। শাকিল, যিনি দেশের শীর্ষ পর্বতারোহীদের মধ্যে একজন, প্লাস্টিক দূষণ রোধে তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় করতে কাজ করবেন। তিনি তার অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন এবং #BeatPlasticPollution ক্যাম্পেইনের আওতায় প্লাস্টিক বর্জ্য কমানোর ওপর গুরুত্ব দেবেন।

এ সম্পর্কে শাকিল বলেন, “পর্বত অভিযানে যখন আমি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলোর দিকে এগিয়েছি, তখন দেখেছি আমাদের পরিবেশ কীভাবে প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে। এ সমস্যার সমাধানে তরুণদের যদি সঠিকভাবে সচেতন করা যায়, তাহলে আমরা অনেক বড় পরিবর্তন আনতে পারব।”

মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার শাকিলের নতুন দায়িত্বে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ইকরামুল হাসান শাকিল শুধু একজন পর্বতারোহী নয়, তিনি একজন পরিবেশের পক্ষে সচেতন নেতা। তাঁর নেতৃত্বে, বিশেষত তরুণদের মাধ্যমে, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আমাদের উদ্যোগ আরও শক্তিশালী হবে।”

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং শাকিলের এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ হ্রাসে নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই আশা করা হচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে।

সংবাদ লাইভ/পরিবেশ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।