ইবি প্রতিনিধি:
ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই) এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্টুডেন্ট ব্রাঞ্চ ২০২৫-২৬ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এতে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বোরহান জয় এবং সেক্রেটারি হিসেবে আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এস. এম. সাজ্জাদ হোসেন সৈকত।
সোমবার (২২ সেপ্টেম্বর) ইবির কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আইট্রিপলই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- এক্টিভিটি’র ভাইস চেয়ার মো. ইকবাল হোসাইন, টেকনিক্যাল’র ভাইস চেয়ার রনক হাসান, জয়েন্ট সেক্রেটারি মো. তৌহিদ হাসান নিরব, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাকিফ মাহমুদ ফয়সাল, ট্রেজারার মো. হেমায়েত হোসেন, ওয়েবমাস্টার মো. আশিক আলী, এসিস্ট্যান্ট ওয়েবমাস্টার সামিউল সৌরভ ও লামিয়া আক্তার, স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর মুবাশ্বির আমিন, এসিস্ট্যান্ট স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম ইফতি ও মো. আব্দুল্লাহ আল শাফি সৌরভ, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর সরকার অর্নব, এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর জাকিয়া তাবাসসুম ও সামিয়া সুলতানা, পাবলিকেশন কো-অর্ডিনেটর মো. মাহফুজ রহমান, এসিস্ট্যান্ট পাবলিকেশন কো-অর্ডিনেটর মো. জুনায়েদ হোসেন ও অপূর্ব কুমার মন্ডল, প্রোগ্রাম এক্সেকিউটিভ ওমর ফারুক, এসিস্ট্যান্ট প্রোগ্রাম এক্সেকিউটিভ হুমায়ূন রশিদ হিমু, পাবলিসিটি কো-অর্ডিনেটর মো. ফাত্তাহ আলী ফাহিম, এসিস্ট্যান্ট পাবলিসিটি কো-অর্ডিনেটর আবু উবাইদা, মাল্টিমিডিয়া কন্টেন্ট কো-অর্ডিনেটর মিনহাজ তাজনিম হিমেল, এসিস্ট্যান্ট মাল্টিমিডিয়া কন্টেন্ট কো-অর্ডিনেটর আবরার শাহরিয়ার তানহা, ভিজুয়াল অ্যান্ড গ্রাফিকস কো-অর্ডিনেটর মো. আসিফ সিদ্দিক জিম ও হামিম আনসারি, লজিস্টিক কো-অর্ডিনেটর মো. ফজলে রাব্বি রউনক, এসিস্ট্যান্ট লজিস্টিক কো-অর্ডিনেটর নাসির আহমেদ, ইইই’র মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মো. নাদিম মাহবুব, সিএসই’র মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম শিহাব, আইসিটি’র মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর তাসলিমা আক্তার আঁখি, বিএমই’র মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর সাকিব আল হাসান।
চেয়ারপার্সন বোরহান জয় বলেন, “নতুন কমিটির হাত ধরে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলতে চাই। উদ্ভাবন, নেতৃত্ব আর দলগত সহযোগিতার সমন্বয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা তরুণ প্রকৌশলীদের শেখা ও বাস্তব কাজে বিশেষ ভূমিকা রাখবে।”
সেক্রেটারি এস. এম. সাজ্জাদ হোসেন সৈকত বলেন, “আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৈশ্বিক প্রযুক্তি জগতে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। দক্ষতা বিকাশের পাশাপাশি আমরা চাই শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব করুক।”
প্রসঙ্গত, ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই) বিশ্বের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন। প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা বিকাশে এই সংগঠন কাজ করে যাচ্ছে।


