ads
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অপরিকল্পিত ভাবে গাছ কাটায় হুমকির মুখে বাকৃবির প্রাকৃতিক সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সবুজ-শ্যামল পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে যত্রতত্র গাছ কাটার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটার এই প্রবণতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, বিশেষত ক্যাম্পাসের রাস্তাঘাট, খেলার মাঠ, এবং আবাসিক এলাকার চারপাশে প্রচুর গাছ ছিল, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করত। এসব গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করত। তবে সম্প্রতি পরিবেশগত গুরুত্ব না বুঝে কিংবা আর্থিক স্বার্থের কারণে প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে,যার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, এসব গাছ পরিবেশে কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গাছ কাটা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ, এবং প্রাকৃতিক ভারসাম্যের হ্রাসের মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া বন্যপ্রাণীদের আশ্রয়স্থল হারানোর আশঙ্কাও রয়েছে।
শিক্ষার্থীদের একটি বড় অংশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হলে এটি শুধু পরিবেশ নয়, শিক্ষার মানেও প্রভাব ফেলবে। টানা ক্লাস-ব্যবহারিক শেষে তাদের আরাম ও আড্ডাস্থল হিসেবে কাজ করে এই বৃহৎ গাছের তলাগুলো।
গাছ কাটার কাজে নিয়জিত শ্রমিকরা অবশ্য জানিয়েছে, প্রশাসনের অনুমতি নিয়ে গাছ কাটার কাজ পরিচালনা করা হয়। তবে অনেক শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠন দাবি করছে, গাছ কাটা বন্ধ করে আরো বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
পরিবেশ রক্ষায় প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগই বাকৃবির প্রাকৃতিক সৌন্দর্য পুনরুদ্ধারে সহায়ক হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।