ads
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ব্রহ্মপুত্র নদে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত

মো আমান উল্লাহ
আগস্ট ৩০, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ১ লক্ষ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে রোটারী ক্লাব অব সোনারগাঁও, ঢাকা।

শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সোনারগাঁও, ঢাকা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মুনা ইকবাল, সেক্রেটারি কাজী রওনাক হোসেনসহ ক্লাবের প্রায় ৭০ জন সদস্য।

রোটারী ক্লাব অব সোনারগাঁও, ঢাকা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মুনা ইকবাল বলেন, সমাজসেবার অংশ হিসেবেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ব্রহ্মপূত্র নদে এবার বিভিন্ন জাতের ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হলো। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,  নদীকে কেন্দ্র করে আমাদের জীববৈচিত্র্য, কৃষি ও খাদ্যনিরাপত্তা গভীরভাবে জড়িত। নদীতে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হলে শুধু মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে না, বরং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের উদ্যোগ দেশীয় প্রজাতির সংরক্ষণ, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং জেলেদের জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সমাজসেবামূলক ও জনকল্যাণমুখী এ ধরনের কর্মসূচির সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা পাশে থাকবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।