ads
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

অভ্যুত্থান নয় এটি জুলাই বিপ্লব: আমার দেশ পত্রিকা সম্পাদক

ইবি প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জুলাইকে আমরা বিপ্লব বলবো নাকি অভ্যুত্থান এটা অনেকেরই প্রশ্ন। তবে দুটোর যে পার্থক্য সে অনুযায়ী আমি প্রথম থেকেই এটিকে বিপ্লব বলে আসছি। তবে বিপ্লব ৩৬ দিনে হয় না, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। আমরা এখনো সে প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যতদিন না অভ্যন্তরীণ ও বাহ্যিক বিপদ কাটবে ততদিন বিপ্লব চলবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সকল ফ্যাকাল্টির ডিন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সমম্বয়ক, সহ-সমন্বয়কবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের জুলাই অভ্যুত্থানে সর্বপ্রথম একাত্মতা পোষণ করেছিল তিতিল ম্যাম। এবং পরবর্তীতে বেশ কয়েকজন শিক্ষক আমাদের সহযোগিতা করেছিল এবং আমাদের কোনো সহযোদ্ধারা আটক হলে তাদের ছাড়িয়ে আনতেও সহযোগিতা করেছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি প্রশাসনের সকল কর্তাব্যক্তি ও শিক্ষকদের বলতে চাই, আপনারা যদি জুলাই স্পিরিটকে ধারণ করতে না পারেন তাহলে দয়া করে আপনাদের পদ ছেড়ে দেন। কেউ যদি জুলাই স্পিরিটের বাহিরে গিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশিল করার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করবো। জুলাই স্পিরিট যদি ১০ জন ধারণ করে তাহলে ১০ জনকে দিয়েই কাজ চালান কিন্তু যারা এর বিরোধীতা করবে তাদের সাথে কোনো আপোষ নয়।

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যারা ফ্যাসিস্টদের পক্ষে ছিল এবং জুলাই আন্দোলনে বিরোধীতা করেছিল তাদের চিহ্নিত করতে আমি চার মাস আগে কমিটি গঠন করেছি। আমি সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ১ সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দিচ্ছি।

প্রধান অতিথি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমাদের অভ্যন্তরীণ বিপদ হচ্ছে যেসব ফ্যাসিস্ট আমলের ব্যক্তিরা এখনো রয়ে গেছে তারা অভ্যন্তরীণ বিপদ ঘটাতে পারে এবং বাহ্যিক বিপদ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। আমাদের প্রতিবেশী দুটো দেশই আমাদের বাহ্যিক থ্রেট। আমি পরবর্তীতে আসা নির্বাচিত সরকারের প্রতি অনুরোধ রাখবো যে আমাদের তরুণদের যাতে কম্পালসরি মিলিটারি ট্রেনিং দেয়া হয়। এতে আমরা বাহ্যিক থ্রেট মোকাবিলায় সক্ষম হবো।

অনুষ্ঠানের শেষে জুলাই উপলক্ষ্যে হওয়া রচনা প্রতিযোগিতা, গ্রাফিতি অংকণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং টিএসসিসির দ্বিতীয় তলায় জুলাই’৩৬ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।