ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার যৌথ উদ্যোগে ‘প্রত্যাশার বাংলাদেশ: তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে কুষ্টিয়ার দিশা টার্কে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন। আরও উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের সমন্বয়কারী খোরশেদ আলম, একাউন্টস অফিসার অধীশ দাশ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর মামুন হোসেন।
এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক জাকারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা এবং ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল রাহাতসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তারা ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণআন্দোলনে তরুণদের ভূমিকা, পাশাপাশি বাংলাদেশের নির্বাচন, আইন ও বিচারব্যবস্থা সহ বিভিন্ন খাতের যৌক্তিক সমালোচনা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।


