ads
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অলিম্পিকে বাংলাদেশের খেলা দেখা যাবে যখন

ক্রীড়া প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস গেমসে ফিরছে টি-টোয়েন্টি ক্রিকেট। অংশ নেবে ছয়টি দল।

মূল শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পোমেনার ফায়ারগ্রাউন্ড স্টেডিয়ামে থাকবে ক্রিকেট ভেন্যু। তিন বছর আগেই অলিম্পিক ক্রিকেটের দিনক্ষণ জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই। শেষ হবে ২৯ জুলাই। ক্রিকেট শুরু হবে অলিম্পিকের উদ্বোধনের দিনই। প্রথমে নারী টি-টোয়েন্টি। অধিকাংশ দিন দুটি করে ম্যাচ থাকবে।

১৪ ও ২১ জুলাই বিশ্রাম। ক্রিকেটে পদকের ম্যাচগুলো হবে ২০ জুলাই। পুরুষদের ক্রিকেটের পদকের ম্যাচ ২৯ জুলাই। প্রতিটি দলে ১৫ জন ক্রিকেটার থাকবেন। দুই বিভাগ মিলিয়ে ১৮০ জন ক্রিকেটার ২০২৮ অলিম্পিকে খেলার সুযোগ পাবেন।

স্থানীয় সময় সকাল ৯টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ক্রিকেট ম্যাচগুলো। বাংলাদেশে খেলা দেখা যাবে রাত ১০টা এবং সকাল ৭টা ৩০ মিনিট থেকে। প্রাথমিক সূচি ঘোষণা হলেও ছয়টি দলকে কীভাবে বেছে নেওয়া হবে, তা জানায়নি আইসিসি।

আয়োজক হিসাবে ক্রিকেটের দুটি ইভেন্টেই থাকবে যুক্তরাষ্ট্র। আরও পাঁচটি করে দল খেলার সুযোগ পাবে।

১৯০০ সালে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। সেবার ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ইংল্যান্ড। এই দুটি দেশই শুধু অংশ নিয়েছিল সেবার অলিম্পিক ক্রিকেটে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসের পর ২০৩২ ব্রিসবেন গেমসেও ক্রিকেট হওয়ার কথা রয়েছে।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।