ads
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ববিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ববি প্রতিনিধি,জাকিয়া সুলতানা শিমু
এপ্রিল ২৫, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২(বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাস্মদ মোস্তফা কামাল) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৯৬.৭% বিষয়টি নিশ্চিত করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়ছার।

বিএনসিসির নেতৃত্বে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে মূল ফটক দিয়ে সারিবদ্ধভাবে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শূচিতা শরমিন , উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মামুন অর রসিদ , প্রক্টর সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি, নিরাপত্তা কর্মী ও সাংবাদিকবৃন্দ সহ অন্যরা।

কক্ষ পরিদর্শন করা শেষে সংবাদ সম্মেলন করে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তাদের যেকোনো প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল, ফায়ার সার্ভিসসহ জরুরী সকল বিষয়। সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল বরিশাল বিভাগীয় পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশ্রামের জন্য অভিভাবক কর্নার নামক স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ, মেডিকেল সেবা ও পরিবহনের ব্যবস্থা করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।