ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং গাজার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সোমবার (৭ মার্চ) থেকে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে এবং সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘MARCH For Palestine’ এর আহ্বানে ৭ এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান রইল।
এর আগে, ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানায়। এরপর থেকেই বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর ইউনিট। বিক্ষোভটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়।


