ads
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিকে নিজস্ব বুল মাদার হার্ডে উৎপাদিত শাহিওয়াল ষাঁড় হস্তান্তর করেছে ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা, গবেষণা এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ কাজে ব্যবহারের জন্য ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ (BAIE) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগকে একটি ৯৩.৭৫% শাহিওয়াল x ৬.২৫% দেশি জাতের প্রজনন ষাঁড় সফলভাবে হস্তান্তর করেছে।

ব্র্যাক বুল এন্ড ব্রিডিং স্টেশন,বগুড়ার বুল মাদার হার্ডে জন্ম নেওয়া এই প্রজনন ষাঁড়টি উচ্চ কৌলিক গুণসম্পন্ন সংকর জাতের শাহিওয়াল ষাঁড় যা বাংলাদেশের পশুপালন খাতে জেনেটিক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত যত্ন সহকারে লালন-পালন করা হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম-এর উপস্থিতিতে ময়মনসিংহের ব্র্যাক বুল এন্ড বাক স্টেশন হতে আনুষ্ঠানিকভাবে ষাঁড়টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপক ড. শামসুল আলম ভূঁইয়া-র কাছে হস্তান্তর করা হয়।

ড. ভূঁইয়া ব্র্যাকের প্রজনন ষাঁড় উৎপাদনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “গবাদিপ্রাণির জাত উন্নয়ন এবং পশুপালন শিল্পে দেশব্যাপি ব্র্যাকের কার্যক্রম প্রশংসনীয়। ব্র্যাক বুল মাদার হার্ডে উৎপাদিত উন্নতমানের শাহিওয়াল প্রজনন ষাঁড়টি ক্রয় করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি এই ষাঁড়ের মাধ্যমে আমাদের গবেষণা ও কৃত্রিম প্রজনন কার্যক্রম আরো তরান্বিত হবে।“ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের মধ্যকার সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে এবং প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আধুনিক বুল মাদার হার্ডের মাধ্যমে বাংলাদেশের গবাদিপ্রাণির জাত উন্নয়নের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম বলেন, “ব্র্যাকের বুল মাদার হার্ডে উৎপাদিত উচ্চমানের প্রজনন ষাঁড় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরবরাহ করে বাংলাদেশের পশুপালন খাতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত, যা গবেষণা, প্রজনন দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রাণিসম্পদ তৈরি করতে উৎসাহিত করবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।