ঢাকা, ২৪ মার্চ ২০২৫ – চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে সারা দেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
জেডআরএফ-এর প্রেসিডেন্ট তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তিনি তার বার্তায় বলেন, “আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমাদের এই ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন। জাতি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।”
আজ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় শহীদ আটটি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
ঢাকার মিরপুরেও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পল্লবী (ভোলা বস্তি), মিরপুর-১১, ইসিবি চত্বর, মিরপুর-১৩ ও মিরপুর-১—এই পাঁচটি স্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশজুড়ে এই কার্যক্রম পরিচালনা করছে।


