ads
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রাণিস্বাস্থ্যের উন্নয়নে নতুন দিগন্ত: এ সি আই লিমিটেড ও বিওভেটার কৌশলগত চুক্তি

কৃষি প্রতিবেদক
মার্চ ২২, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এ সি আই লিমিটেড আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বিওভেটার সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে দেশে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসুরক্ষায় এক নতুন মাত্রা যোগ হবে। উন্নতমানের পেট ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাসহ কারিগরি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

গত ১৭ মার্চ অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই লিমিটেড-এর এগ্রিবিজনেস বিভাগের প্রেসিডেন্ট ডা. এফ এইচ আনসারি, বিওভেটার মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মারেক ভ্যস্তাভেল এবং রিজিওনাল ডিরেক্টর রবার্ট কহুন। এছাড়াও, এ সি আই আনিমেল হেলথ ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বাংলাদেশে ফ্লু, র‍্যাবিসসহ বিভিন্ন প্রাণীজনিত রোগের প্রতিরোধমূলক ভ্যাকসিন সহজলভ্য হবে, যা প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করবে।

এ সি আই লিমিটেড দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ ও কৃষিখাতে কাজ করছে এবং তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশে প্রাণিস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিওভেটার সঙ্গে এই অংশীদারিত্ব সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে এ সি আই প্রাণিসম্পদ খাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

বাংলাদেশে প্রাণিসম্পদ খাত কৃষি ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এ খাতের টেকসই উন্নয়ন প্রয়োজন। নতুন এই চুক্তির মাধ্যমে পশুপালন ও পোলট্রি খাত আরও সুরক্ষিত হবে এবং খামারিরা সহজেই উন্নতমানের ভ্যাকসিন ও কারিগরি সেবা পাবেন। এর ফলে প্রাণিসম্পদ খাতে রোগবালাই হ্রাস পাবে, উৎপাদনশীলতা বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সি আই লিমিটেড ও বিওভেটার এ চুক্তির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্তের সূচনা করল। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা একসঙ্গে কাজ করবে। এই উদ্যোগ প্রাণিসম্পদ খাতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

সংবাদ লাইভ/এসিআই

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।