ads
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইফতার শেষে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত গড়লো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

সংবাদ লাইভ
মার্চ ১৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এক শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি এতিম, অসহায় ও দুস্থ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ইফতার মাহফিল শেষে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ইফতারের মাঠ, আশপাশের এলাকা এবং ব্যবহৃত সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কেউ নির্দেশনার অপেক্ষা না করেই সকলে সম্মিলিতভাবে এই মহৎ কাজে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “ছাত্রদল সবসময়ই মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে। ইফতারের আয়োজন যেমন আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক কর্তব্য। ছাত্রদলের কর্মীরা সবসময় দেশপ্রেম, শৃঙ্খলা এবং মানবিকতার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ছাত্রদল এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও আশেপাশের মানুষের প্রশংসা কুড়িয়েছে ছাত্রদলের এই উদ্যোগ। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম অন্যান্য সংগঠনের জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ছাত্রকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় এমন আরও কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তি/বাকৃবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।