ময়মনসিংহ: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) আইইবি ময়মনসিংহ কেন্দ্রের কনভেনশন সেন্টারে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি ময়মনসিংহ কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম। এছাড়াও আইইবি ময়মনসিংহ কেন্দ্রের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ ও নবীন প্রকৌশলী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনাসভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রকৌশলীদের পেশাগত নৈতিকতা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রকৌশলীরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সততা, নিষ্ঠা ও দক্ষতা দেশের উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই প্রতিটি প্রকৌশলীর উচিত নৈতিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা এবং সমাজের কল্যাণে অবদান রাখা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আত্মসংযম ও পরিশুদ্ধ চেতনা গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে প্রকৌশল পেশায় জড়িতদের উচিত সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করা, যাতে দেশের অবকাঠামো উন্নয়ন টেকসই ও জনকল্যাণমুখী হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, অগ্রগতি এবং প্রকৌশলীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।
পরে উপস্থিত অতিথি, প্রকৌশলীবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আয়োজনের আহ্বান জানান।
এই মহতী আয়োজনে অংশ নিয়ে প্রকৌশলীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নৈতিক দায়িত্ব পালনের প্রতি আরও উৎসাহিত হন বলে জানান আয়োজকরা।


