প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় লেখক এম. আর. সুমনের প্রথম গল্পগ্রন্থ ‘অন্তর্দাহ’ প্রকাশিত হয়েছে। হরিৎপত্র প্রকাশনী থেকে প্রকাশিত চার ফর্মার এই বইটিতে মোট ৮টি গল্প স্থান পেয়েছে, যেখানে উঠে এসেছে জীবনবোধ, উত্থান-পতনের বাস্তবতা ও করোনাকালীন সংকটের নানা অনুষঙ্গ।
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান, আর মেলায় এটি পাওয়া যাবে স্টল নং ৪৫৭-৪৫৮-এ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
এম. আর. সুমন দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। ২০২০ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘একদিনের প্রেম’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘অধরা শুভাকাঙ্ক্ষী’ (কবিতাগ্রন্থ), মাওলানা পাঁচবাগী শামসুল হুদা রহ: এর জীবনীগ্রন্থ, এক মলাটে গফরগাঁও-সহ আরও কয়েকটি গ্রন্থের পান্ডুলিপি।
লেখক মনে করেন, “কল্পনা বলে কিছু নেই, জীবনের চরম বাস্তবতা থেকেই আমি লিখি জীবনবোধের গল্প।”
উল্লেখ্য, এম. আর. সুমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে জনতা ব্যাংক পিএলসি, ক্যান্টনমেন্ট শাখা, ময়মনসিংহে কর্মরত রয়েছেন।
সংবাদ লাইভ/সাহিত্য


