ads
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাকৃবি প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ষষ্ঠ আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি ডিবেটিং সংঘ।

অনুষ্ঠানের শুরুতে সিনিয়র এবং নবীন ক্যাটাগরিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সিনিয়র ক্যাটাগরিতে কৃষি অনুষদ ও পশুপালন অনুষদ এবং নবীন ক্যাটাগরিতে ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদ ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। উভয় ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশুপালন অনুষদ।

এর আগে ১৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতি অনুষদ থেকে দুইটি করে মোট ১৪টি দল সিনিয়র ও নবীন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানজিদা হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবেটিং সংঘের সহ-সভাপতি অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি চূড়ান্ত পর্বের রানার্সআপ দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।