ads
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গবাদিপ্রাণী বীমা: খামারিদের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্সের বিশেষ উদ্যোগ

জাহিদ হাসান ইরফান, কৃষি প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গবাদিপ্রাণী পালন বাংলাদেশের অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তবে দুর্ঘটনা, অসুস্থতা বা প্রাণীর মৃত্যুর কারণে খামারিদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। এই সংকট নিরসনে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে বিশেষ গবাদিপ্রাণী বীমা সেবা। ফিনিক্স ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুর রহমান জানান, “এই বীমা সেবা খামারিদের আর্থিক ঝুঁকি কমিয়ে তাদের প্রাণিসম্পদ পালনে স্বস্তি দেবে। বীমাকৃত গবাদিপ্রাণী যদি দুর্ঘটনা বা রোগের কারণে মারা যায়, তাহলে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা হবে। প্রিমিয়ামের হার নির্ধারণ করা হয় প্রাণীর বয়স, স্বাস্থ্য ও মূল্যের ওপর ভিত্তি করে।”

প্রতি বছর প্রিমিয়াম পরিশোধ করে সহজেই খামারিরা একাধিক প্রাণীর জন্য বীমা করতে পারবেন। বীমার মেয়াদ ছয় মাস থেকে শুরু করা যায়। ক্ষতিপূরণ পেতে খামারিদের পশু চিকিৎসকের সার্টিফিকেট ও বীমার কাগজপত্র জমা দিতে হবে। যে কোনো প্রয়োজনে ফিনিক্স ইন্স্যুরেন্সের স্থানীয় অফিসে যোগাযোগের সুযোগ রয়েছে।

কুমিল্লার একজন খামারি আসলাম আলী জানান, “গবাদিপ্রাণী বীমা গ্রহণের পর থেকে আমি ঝুঁকিমুক্তভাবে প্রাণিসম্পদ পালন করতে পারছি। আমার কোনো পশু মারা গেলে কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাই। এই সেবা গ্রহণ করা অনেক সহজ, তাই আমি অন্য খামারিদেরও এটি নেওয়ার পরামর্শ দিচ্ছি।”

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, “গবাদিপ্রাণী বীমা খামারিদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। এটি আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নেও অবদান রাখবে।” ফিনিক্স ইন্স্যুরেন্সের এই উদ্যোগ খামারিদের জন্য শুধু নিরাপত্তার আশ্বাসই দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদানকে আরও শক্তিশালী করার পথ তৈরি করছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।