ads
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনবয় প্রয়াত রুবেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজ, ৪ জানুয়ারি ২০২৫, বিকাল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনে এক অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনবয় প্রয়াত রুবেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যা‌বে) এর সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের উপস্থিতিতে এই অর্থ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, রুবেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যন্টিনবয়ের কাজ করতেন এবং গত বছর এক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

এ অনুষ্ঠানটির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ‍্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক ও কৃষিবিদ ডক্টর আসাদুজ্জামান কিটোন। এছাড়াও এ‍্যাবের বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ‍্যাবের নেতৃবৃন্দ রুবেলের পরিবার বিশেষত তার সন্তানের শিক্ষাজীবনের খরচের দায়িত্ব নেয়ার আশ্বাস দেন। তারা রুবেলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং কর্মচারীরা আবারও প্রমাণ করলো যে, তারা একে অপরের সুখ-দুঃখে সহযাত্রী, এবং মানবিক সহায়তার ক্ষেত্রে সবসময় একসাথে থাকে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।