১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এ বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আনাস মাহফুজ ৭৪টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে প্রথম স্থান অর্জন করেছেন। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি “শিগারুল হুফফাজ গ্রুপ” (বয়স ৮-১২) বিভাগে শীর্ষ স্থানে অবস্থান করেন। কুরআন তিলাওয়াত (কিরাত) বিভাগে দেশের উদীয়মান ক্বারি আবু জার গিফারি তৃতীয় স্থান অর্জন করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মাগরিবের পর স্থানীয় সময় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ১৪ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে। বাংলাদেশের প্রতিযোগীরা এই আয়োজনে তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।
জানা গেছে, হাফেজ আনাস মাহফুজ রাজধানী ঢাকার মারকাজুল ফাইযিল কুরআন আল ইসলামীর ছাত্র। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জে। ২০২৩ সালে তিনি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা (পিএইচপি কুরআনের আলো)-তে তৃতীয় স্থান অর্জন করেন। উল্লেখ্য, এই মাদরাসারই দুই শিক্ষার্থী, মুআজ মাহমুদ এবং সালেহ আহমদ তাকরীম, পূর্বে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
কিরাত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারি আবু জার গিফারি বাংলাদেশের কিরাত ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছেন। তার অসাধারণ পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করেছে।


