ads
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফেনীতে শহীদ উদ্যান ঘোষণা করে মিশন গ্রিন বাংলাদেশের বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে ফেনীর সোনাগাজীতে মুহুরী প্রজেক্টের পাশেই শহীদ উদ্যান ঘোষণা করে “মিশন গ্রিন বাংলাদেশ’এর  বৃক্ষরোপণ কর্মসূচী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মানববন্ধন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণের কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের অর্থায়ন করেছে সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট, আশা (Asha-hoffnung für Bangladesh e.V.) ও আস্থা ট্রাস্ট। সহযোগী হিসাবে ছিল হেলথি লিভিং বিডি, স্পর্শ সমাজকল্যাণ সোসাইটি ও ওয়াইএসবিডি।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) দিনব্যাপী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী জেলার সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, ৯ নং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান জহিরুল আলম জহির, আল আমিন সোসাইটির সভাপতি কাজী এরশাদ উল্লাহ্ চৌধুরী, মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি, প্রকল্প পরিচালক আবুল বাশার মিরাজ, পরিচালক কেফায়েত শাকিল, সাংবাদিক আমজাদ হোসেন নাহিদ,  ওমর ফারুক, আব্দুর রহিম, গাজী হানিফ, আলমগীর হোসেন, ফেনীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুরুউদ্দিন রনি, স্পর্শ সমাজকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সোহাগ চৌধুরী, ওয়াইএসবিডির প্রতিনিধি তাহাসানুল ইসলাম।

শহীদ উদ্যান ঘোষণার সময় সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই চত্বরে আসলেই তাদের আত্মত্যাগের কথা মনে পড়বে সকলের। আর এই চত্বরে লাগানো এই বৃক্ষগুলো আগামী প্রজন্মের জন্য অক্সিজেনের উৎস হয়ে থাকবে। আমাদের সকলের উচিত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা।”

মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, “গাছ লাগানোর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। আজকের পুরো আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”

মিশন গ্রিন বাংলাদেশের পরিচালক কেফায়েত শাকিল বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল আমাদের পরিবেশকে রক্ষা করা,  নদী ভাঙন রোধ করা এবং আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণ করা। এছাড়াও ফেনীর মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় মানববন্ধনের আয়োজন করি। এটার মাধ্যমে স্থানীয় মানুষদের পরিবেশ দূষণ ও পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করতে পেরেছি।”

মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি বলেন, দিনব্যাপী আয়োজনে তরুণদের সহযোগিতায় ফেনীতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মানববন্ধনের পাশাপাশি আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে ১৫ টি পরিবারকে টিন বিতরণ করেছি। এতে সহযোগিতা করেছে আস্থা ট্রাস্ট, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।