ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায় সাকিব আল হাসান। ইতোমধ্যে টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার কানপুরেও হয়তো শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
সাকিব নিজের শেষ টেস্ট হোম গ্রাউন্ডে খেলতে চেয়েছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার এই ইচ্ছের বাস্তবায়ন হওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। বাস্তবতার আলোকে সম্ভবত ভারতেই থামতে হচ্ছে তাকে। আর সম্ভাব্য সেই বিদায়ী ম্যাচে সাকিবের নামের পাশে জ্বলজ্বল করছে শূন্য! সাকিবের বিবর্ণ ব্যাটিংয়ের দিনে বাংলাদেশকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে ভারত।
তবে টাইগার অলরাউন্ডারের শেষটা স্মরণীয় করতে রাখতে সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন সময়ের অন্যনতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন কোহলি। নিজ হাতে সাকিবকে ব্যাট দেন কোহলি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।


