পদত্যাগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চ-শিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
রবিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, ৫ই আগস্ট সরকার পতন হলে ওইদিন বিকালেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। ১১ই আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সামনে আসে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


