তিলোত্তমা নগরী ঢাকার অপ্রতুল রাস্তার বিশাল একটি অংশ হকার এর দখলে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে,যান ও জন চলাচলে অত্যন্ত নেতিবাচক প্রভাবসহ অপচয় হয় হাজার হাজার কর্মঘন্টা । ইতোপূর্বে মতিঝিল ট্রাফিক বিভাগ নিজ অধিক্ষেত্রে অনেক জায়গা থেকেই হকার উচ্ছেদ করেছে। এরই ধারাবাহিকতায় ২৫ জুন ১৯.০০ ঘটিকায় মান্ডা ব্রীজ হতে গ্রীন মডেল টাউন এবং মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে কমলাপুর ফুটওভার ব্রীজ সংলগ্ন এলাকার ফুটপাতের অংশে হকার উচ্ছেদ করা হয় ।
উল্লেখ্য যে, সাধারন জনগন,পথচারী ইতোপূর্বে এ ফুটপাত দিয়ে হাটতে পারতো না বিধায় তারা মূল সড়কের ধার দিয়ে হাটতো,এতে যান চলাচলে বিঘ্নসহ দুর্ঘটনা ঘটত। এরকম অভিযানের ফলে বর্তমানে সে আশংকা দূরীভূত হল। যান চলাচলে স্থবিরতা ও কেটে গেল।
স্থানীয় অধিবাসী,পথচারী,সাধারন জনগন ও সচেতন মহল ডিএমপি’র মতিঝিল ট্রাফিকের এরকম অভিযানকে সাধুবাদ জানান।
বিশেষ উল্লেখ্য যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার) মহোদয় কর্তৃক প্রণীত ‘স্পট বাই স্পট’ সমস্যা সমাধানের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাফিক মতিঝিল বিভাগ প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেশাদারিত্ব ও কায়িক পরিশ্রমের মিশেলে দিনরাত অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে। ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।”
সূত্র: ট্রাফিক মতিঝিল বিভাগ (ডিএমপি)


