রাজধানীর ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল মিলনায়তনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজনে শিশু সমাবেশ ও শিশু কিশোরদের মাঝে ৫ শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) এই কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা।

প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচডি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেক সার্কাস উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মান্নান, বিএডিসি, ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এবং ধানমণ্ডি গভঃ বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিন।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, আমাদের মতো গাছেরও প্রাণ আছে। আমরা চলাফেরা করতে পারি কিন্তু তারা পারে না। আমাদের মতো তাদেরও অনুভূতি আছে,আঘাত পেলে তারাও ব্যথা পায়। আর এটি আবিষ্কার করেছেন আমাদের দেশের গর্ব, বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। আমরা সেই গাছ কেটে উজার করছি, পরিবেশ ধ্বংস করছি। আজকে যে, এত তাপদাহ, এর আসল কারণ অবাধে বৃক্ষ নিধন। আজ থেকে আমরা শপথ নিই, আর বৃক্ষ নিধন নয়, পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করবো। গাছকে ভালোবাসবো, গাছের যত্ন নিবো। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, গাছকে সন্তানের মতো লালন পালন করুন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু সকল শহীদদের স্মরণে ও মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জু ফলজ বৃক্ষ প্রদানের জন্য চেয়ারম্যান, বিএডিসি জনাব আব্দুল্লাহ সাজ্জাদকে এবং নিমের চারা প্রদানের জন্য বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।


