ads
ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জমকালো আয়োজনে বোস্টনে ‘পহেলা বৈশাখ’ উদযাপন করলো বেইন

সংবাদ লাইভ ডেস্ক
মে ২০, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বোস্টনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন) এর উদ্যোগে মেডফোর্ডের ম্যাকগ্ল্যান স্কুলে অনুষ্ঠিত হয় এই উৎসব। এতে অংশ নেন হাজারো বাংলাদেশী।

পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড সৌলসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট। কনসার্টে গান গেয়ে মুগ্ধতা ছড়ান জনপ্রিয় সংগীতশিল্পীরা। আয়োজনে ভিন্নতা এনে দিতে ছিল হরেক রকমের খাবার ফুচকা, তেহেরী, হালিম, বিরিয়ানি, ভর্তা আর পান্তা ইলিশ। উৎসব উপলক্ষ্যে দেয়ালগুলোও সাজানো হয় ভিন্ন আঙ্গিকে। এছাড়াও ছিল তাম্রচূড়া স্কুলের নৃত্য পরিবেশনা। যা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অন কানেক্টিকাট(বাক) এর সভাপতি নুরুল আলম নুরু, আরো উপস্থিত ছিলেন ডুয়ানের সেক্রেটারি সাহিদা সিসলার, নিবাফের তাহেরা আহমেদ মিতু , বেইনের সাবেক ইলেকশন কমিশনার ড. মুসা শরীফ, সালাউদ্দিন খান , বেইনের বর্তমান কমিটির সদস্যরা, বেইনের বর্তমান ইলেকশন কমিশনার আবু পারভেজ , বেইনের সাবেক প্রেসিডেন্ট পারভীন চৌধুরী , বেঙ্গল টাইগার্সের প্রেসিডেন্ট সাজ্জাদ সানিদ, বোস্টন ইয়ংস্টার্সের প্রেসিডেন্ট তানজিম ফুয়াদ, তাম্রচূড়া স্কুলের রিফায়া জামান প্রিয়া, ডুয়ানের সাবেক সেক্রেটারি রওশন আলমসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

জানতে চাইলে অনুষ্ঠানের সংগঠক ও বেইনের বর্তমান সভাপতি তানভীর মুরাদ বলেন, বড় পরিসরে এমন একটি আয়োজন এতদিন ছিল স্বপ্নের মত। অবশেষে সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। যারা এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সবার সমর্থন ও সহযোগিতায় এভাবেই এগিয়ে যাবে বেইন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।