দেশের নাগরিকদের অনেকের বাসায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতে দেখা যাচ্ছে। এই বিদ্যুৎ বিলের কবলে পড়ে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। এরই মাঝে এ ধরনের ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে পড়লেন ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ‘গো উইথ আশরাফুল আলম’।
একদিনে আশরাফুল আলমের বিদ্যুৎ বিল ১,৮৩৩.৪৪ টাকা তাও মাত্র ২৩.৯১ ইউনিট ব্যবহার করে অথচ ঠিক তারপরের দিন ৩৩.৪২ ইউনিট ব্যবহার করে ২৫৩.৬৬ টাকা। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে আশরাফুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেইজে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘বছরের এই সময়টা প্রতিদিন আমার বিল আসে ২৫/৩০ টাকার মত কিন্তু ডেসকো প্রিপেইড মিটারের লেজার বলছে আমার বিল প্রতিদিন ২০০ টাকায় উপর আসে। এরমাঝে আবার একদিন ১,৮৩৩.৪৪ আরেকদিন ৫৬৭.৩৭ এবং অন্য একদিন ৫১৫.৪২ টাকা আসছে। সবচেয়ে মজার বিষয় হল ইউনিট ব্যবহারের সাথে বিলের কোন মিল মহব্বত নাই!
আশরাফুল আলম সংবাদমাধ্যমকে জানান, এগেরদিন কম ইউনিট ব্যবহার করে বিল বেশী আশে কিন্তু তারপরদিন বেশী ব্যবহার করে কম আসে বিল। অন্তত এই উলট পালট হিসেবেই বলে দিচ্ছে মিটার কিংবা হিসাব যেকোন একটাই বেশ বড়সড় ঘাপলা আছে।
তিনি বলেন, ‘২ জনের ছোট সংসারে জানুয়ারি মাসে আমার বিদ্যুৎ বিল ছিল ১ হাজার থেকে ১২০০ টাকার মত। এই বছরের মার্চে বিল আসে ৮২৩ টাকা এবং গত বছরের এপ্রিলে ৭৬২ টাকা কিন্তু গত ১৫ দিন থেকে যেভাবে বিল আসছে এতকরে তো ফতুর হয়ে যেতে হবে।
প্রসঙ্গত, আজ সকালে তিনি আরেকটি পোস্টে বলেন, গতকাল সকালেই বিকাশ থেকে এক হাজার টাকা ডেসকোর মিটারে রিচার্জ করলাম। বিকাশ এবং ডেসকো থেকে আলাদা আলাদা মেসেজ আসল যে টাকা যুক্ত হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই।
অনেক চেষ্টা করেও তাদের কল সেন্টারে লাইন না পেয়ে আবার রিচার্জ করতে গেলাম এলাকার ডেসকো পজ মেশিন এজেন্টের কাছে। অবশেষে বিদ্যুৎ আসল। এই যাত্রায় আবার এক হাজার টাকা রিচার্জ করেছি এবং মিটারে এগারো শত থেকে কিছু বেশী টাকা ব্যালেন্স দেখাচ্ছে।
এখন কথা হল কাল যে এক হাজার টাকা রিচার্জ করেছি সেটা কি এক দিনেই শেষ?! এদিকে তাদের অনলাইন লেজারও দেখা যাচ্ছে যে ঘটনাটা বুজবো। রিচার্জের আগে যখন শেষবার দেখেছি তখন তো ভূতুড়ে বিল দেখে টাসকি খেতে হতে হয়েছে। এখন আমি কি করব?
প্রসঙ্গত, গো উইথ আশরাফুল আলম’র ফেসবুক পোস্টে অনেক ভুক্তোভোগীকেই কমেন্ট করতে যেখা গেছে যারা গত প্রায় পনের দিন থেকেই এমন ভূতুড়ে বিলের কবলে পড়েছেন। অনেকের ইউনিট ব্যবহারের সাথে কর্তনকৃত অর্থের মিল নেই।


