বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ৭ হাজার ৩১৪ জন যোগ্য প্রার্থীদের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেছে ৬০৩২ জন। ৬০০টি আসন বিবেচনায় প্রতি আসনের জন্য লড়বে ১০ জন শিক্ষার্থী।
এর আগে বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছর মেয়াদী কোর্সের আবেদন শুরু হয় ২৮ জানুয়ারি। ১৯ ফেব্রুয়ারি আবেদন শেষ হয়। এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়।
বিভাগ ও আসন সংখ্যা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগে এবার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিভাগগুলো হলো—
১. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০)
২. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০)
৩. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০)
৪. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০)
৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)
৬. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০)
৭. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)
৮. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০)
৯. ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০)
১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)
লিখিত পরীক্ষার নম্বর ও বিষয়
মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


