ads
ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভোগ্যপণ্য মজুতকারীদের গণধোলাই দেয়া উচিত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জিনিস মজুত রেখে বা লুকিয়ে রেখে যারা ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, তাদের গণধোলাই দেয়া উচিত বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জার্মানি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উক্ত সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
দ্রব্যমূল্য, অবৈধ মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “১৫ বছর ধরে যে পরিবর্তন এসেছে, তা তো স্বীকার করবেন। ভাতের জন্য হাহাকার ছিল। একটু নুন-ভাত, একটু ফ্যান চাইত। এখন তা চায় না। ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনার কী মনে হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে?”
এর আগে দেখলাম পেঁয়াজের খুব অভাব। পরে দেখা গেলো বস্তাকে বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এ লোকগুলোকে কী করা উচিত, সেটা আপনারাই বলেন। এদেরতো গণধোলাই দেওয়া উচিত। কারণ আমরা সরকার কিছু করলে বলবে, সরকার করেছে। সাধারণ মানুষ  যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না।
তিনি আরো বলেন, নির্বাচন যেন না হয় তার জন্য বিরাট চক্রান্ত ছিল আপনারা জানেন। ২৮ অক্টোবরের কথাটা চিন্তা করেন, ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস, এগুলো হঠাৎ করে করার কথা না, এগুলো পরিকল্পিতভাবে করা। যারা নির্বাচন বানচালের পক্ষে, তারা যখন দেখল যে নির্বাচন কোনোভাবে আটকাতে পারবে না, তখন চক্রান্ত হলো জিনিসের দাম বাড়াবে। তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে। এটা তাদের পরিকল্পনার অংশ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।