ads
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অফিসার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অফিসার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আগামী ২৩ ফেব্রুয়ারি অফিসার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনপাড়ার সবচেয়ে আলোচিত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম।

প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের অভিজাত এ ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি সরকারি দফতরে রুটিন কাজের পাশাপাশি চলছে ভোট প্রচারণা। মুঠোফোনে ভোট চাওয়া ছাড়াও প্রার্থীরা সরাসরি হাজির হচ্ছেন ভোটারদের দফতরে। তিনি বর্তমানে ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অফিসারদের নানা সমস্যা নিয়ে কাজের প্রতিশ্রুতি জানিয়ে জাহাঙ্গীর বলেন, ‘এবার আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে অফিসারদের নানা সমস্যা নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে অফিসারদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ করতে অগ্রণী ভূমিকা পালন করবো। এছাড়াও অফিসার পরিবারের জন্য সব ধরণের চিকিৎসা করার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনসহ অফিসারদের কল্যাণে কাজ করবো। নির্বাচনে জয়ের মাধ্যমে সবার জন্য সেবক হতে চাই।’

প্রসঙ্গত, অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে এই ক্লাবের সভাপতি থাকেন মন্ত্রিপরিষদ সচিব। তিনজন ভাইস প্রেসিডেন্ট থাকেন এবং সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ আরো কয়েকটি পদে সরাসরি ক্লাবের সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চাকরি জীবনে জাহাঙ্গীর আলম এর আগে , সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, স্থানীয় সরকার বিভাগের উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।