ads
ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

৩২ ক্যাম্পাসের অংশগ্রহণে টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪ অনুষ্ঠিত

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে টেক্সটাইল ইঞ্জিনিইয়ার্স সোসাইটি কর্তৃক আয়োজিত টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ৩২ টি ক্যাম্পাসের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

টেক্সটাইল শিক্ষা বিষয়ক সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিইয়ার্স সোসাইটি। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল পড়ুয়া শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মেলবন্ধনে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তন্মধ্যে টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল তাদের একটি সিগনেচার ইভেন্ট।

টানা তিনবারের সফল আয়োজনের পর চতুর্থবারের মতো ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পূর্ণতা পেলো এই আয়োজন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে দূরত্ব ছিল সেটি নিরসন করা। আয়োজক কমিটি উক্ত বিষয় সমূহ বিবেচনায় রেখে শিক্ষার্থীরা যাতে কার্নিভালের মাধ্যমে পেশাদারিত্ব চর্চা করতে পারে, সে ব্যবস্থাও করে দিয়েছে সিভি চেকিং বুথ ও মক ইন্টারভিউর মাধ্যমে।

সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: রিফাতুর রহমান মিয়াজী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এরপর সংগঠনের চিফ অপারেটিং অফিসার মো: মোর্শেদ আলী তার বক্তব্য রাখেন এবং পরবর্তীতে সেন্ট্রাল টিমের সদস্যরা একে একে তাদের বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের একঘেয়েমি কাটানোর জন্য একপর্যায়ে আয়োজন করা হয় চমকপ্রদ আইস ব্রেকিং সেশন। এরপর সাংস্কৃতিক আয়োজনে মঞ্চ কাঁপান উদ্দীপ্ত তরুণেরা। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাস অ্যাম্বাসেডর তাদের বক্তব্য রাখেন।

কার্নিভালের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল ফরমাল সেশন। দেশবরেণ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিডারদের সান্নিধ্যে আসার সুযোগ করে দেয় আয়োজক কমিটি। সম্মানিত অতিথি বৃন্দের মধ্যে ছিলেন সাদিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম আবদুর রহমান, ভাস্কর একাউন্টিং ল্যাবের প্রতিষ্ঠাতা ও লিড মেন্টর ভাস্কর রঞ্জন সাহা, পাবলিক স্পিকিং অফিসিয়ালের প্রতিষ্ঠাতা সুলাইমান আহমেদ জিসান, এসরোটেক্স গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের হেড আসাদুল হক শাওন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আই টি ই টি’র সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিইয়ার্স সোসাইটির সদস্য ও অর্গানাইজারদের বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও রোড টু চ্যাম্পিয়ন সিজন ৩ এর বিজয়ীদের হতে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেয় অতিথিরা। শেষে কার্নিভালের মূল আকর্ষণ ফ্যাশন শো এর মাধ্যমে অনুষ্ঠানটি ইতি টানে।

উল্লেখ্য, টানা তিনবারের সফল আয়োজনের পর চতুর্থবারের মতো টেক্সটাইল ইঞ্জিনিইয়ার্স সোসাইটি আয়োজন করলো টেক্সটাইল ইয়ুথ কা
র্নিভাল ২.৪ ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।