ads
ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘বুটেক্সডিসি বুনন’

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডিবেট ফর হিউম্যানিটি কর্তৃক আয়োজিত ২য় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের একটি দল ‘বুটেক্সডিসি বুনন’। এতে বুননের হয়ে বিতর্ক করেছে সাবিহা মুন তাহা, তানভীর হোসেন এবং শেখ তাসবিহুর রহমান।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয়বারের এই আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “নবায়নযোগ্য জ্বালানী, শিল্পায়নের আগামী”। এবারের আয়োজনের বিশেষ দিক ছিল বিতার্কিকদের কন্টেন্ট এর উপর ভিত্তি করে পুরস্কৃত করা। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার বাইরের বিষয়ে জ্ঞানঅর্জন করার প্রথা প্রচলনের উদ্দেশ্যে এই টুর্নামেন্টে বিশেষ পুরষ্কার যুক্ত করা হয় টুর্নামেন্টে বক্তব্যের কন্টেন্টের উপরে।

এই প্রতিযোগিতায় চার রাউন্ড ট্যাব, কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ডে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মত দেশের ২৪টি দলের সাথে পাল্লা দিয়ে ফাইনাল রাউন্ডে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখোমুখি হয় ‘বুটেক্সডিসি বুনন’।

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট এবং ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছে ৪৫তম ব্যাচের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের সাবিহা মুন তাহা, স্পীকারর্স ট্যাবে চতুর্থ স্থান অর্জন করেছে ৪৫তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের তানভীর হোসেন এবং একই ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ তাসবিহুর রহমান। একই সাথে শ্রেষ্ঠ কনটেন্ট বিজয়ী দলের সম্মাননা অর্জন করেছে বুটেক্সডিসি বুনন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।