ads
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ড. আব্দুল কাফির ইন্তেকাল: বাকৃবি পরিবারে শোকের ছায়া

সংবাদ লাইভ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি গত ০৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার দুপুর ১২:৩০টায়. মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিাৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৬ বছর। প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি ১৯৭৮ সনের ০১ জানুয়ারি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চক বৃন্দাবন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, সদা হাস্যোজ্জ্বল এবং নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী।

তিনি ১৯৯২ সালে মোকামতলা হাইস্কুল থেকে প্রথম বিভাগে এস.এস.সি, ১৯৯৪ সালে গভঃ শিবগঞ্জ এমএইচ কলেজ থেকে প্রথম বিভাগে এইচ.এস.সি পাশ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ও ২০০৩ সালে এম এস ইন মাইক্রোবায়োলজি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০১১ সালে দক্ষিন কোরিয়ার সোগ্যাং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেন।

মরহুম প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি ছিলেন একজন ভালো মানের শিক্ষক ও গবেষক। তিনি ২০০৪ সালের ২৯ ফেব্রুয়ারি মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের লেকচারার হিসেবে বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সহকারী প্রফেসর, ২০১১ সালে সহযোগী প্রফেসর এবং ২০১৫ সালের ১৭ আগস্ট প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন।

সুদীর্ঘ কর্মজীবনে তিনি মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধানসহ তাঁর ওপর অর্পিত বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পালন করেন। তিনি ন্যানো টেকনোলজি বিষয়ের একজন বিশিষ্ট গবেষক ছিলেন। মরহুম প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি ২০১৪ সালে জেএসপিএস ফেলো হিসেবে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৮ সালে মেরী কুরি ফেলো হিসেবে ইংল্যান্ডের গøাসগো বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচ.ডি. পর্যায়ে অনেক ছাত্র-ছাত্রীদের গবেষণা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। তাঁর ৪৩টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি -এর মৃত্যুতে বাকৃবি তথা দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও মহানুভব শিক্ষাবিদকে হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, সোনালী দল, নীলদল, বিভিন্ন ছাত্র সংগঠন, কর্মচারি পরিষদ, কর্মচারি সমিতি, কারিগরি কর্মচারি সমিতিসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।