পীর নাঈমুজ্জামান নাঈম: দরজায় কাড়া নাড়ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের। গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এটা এদেশের সবার প্রত্যাশা।
এই প্রত্যাশা বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের তাহলেই আমরা একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন পেতে পারি এছাড়াও প্রয়োজন বিভিন্ন রাজনীতিক দলের সমান সুযোগ সুবিধার নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে। পৃথিবীতে উন্নয়নশীল দেশে গণতন্ত্র বাস্তবায়নে অনেক সমস্যা রয়ে গেছে তা দূর করতে প্রয়োজন একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যেখানে জনগণ তাদের ইচ্ছে মতো একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে এবং যিনি আগামী পাচ বছরের জন্য আইন প্রণেতা হিসেবে থাকবেন এবং জনগণের দাবি দাওয়া পূরণ করবেন। সুষ্ঠু নির্বাচন হবে সেটাই সবার কাম্য এজন্য প্রয়োজন ভিন্ন মতকে সম্মান দেওয়ার মানসিকতা। কলহের রাজনীতি সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য আনে অকল্যাণ। রাজনীতি স্থিতিশীল করতে হলে প্রয়োজন ভোটাধিকার আইনের প্রয়োগ যা নিশ্চিত করবে রাষ্ট্র। আমাদের দেশে বিগত সময়ে জাতীয় নির্বাচন হয়েছে এবং সেটি প্রশ্নবিদ্ধ হয়েছিল যা আসলেই লজ্জার বিষয়।
নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক এবং বিশ্বাস থাকতে হবে। একটি উৎসবমুখর নির্বাচন পারে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সর্বক্ষেত্রে সমস্যার সমাধান করতে। সহিংসতা এড়ানোর জন্য উৎসবমুখর নির্বাচন প্রয়োজন যার ফলে তরুণ প্রজন্ম ভালো কিছু শিখতে পারবে এবং যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এই দাবি এবং প্রত্যাশা ভোটারদের। সেই দাবি এবং প্রত্যাশা যেন সুষ্ঠু বাস্তবায়ন হোক।


