জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘Voice of JKKNIU’ এর ফাইনাল অনুষ্ঠিত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪র্থ শিল্প বিপ্লবের উপর বক্তব্য উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন ফাহাদ।
প্রতিযোগিতা প্রথম ও দ্বিতীয় রানারআপের পুরস্কার অর্জন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সামিন এবং আশিকুর রহমান কৌশিক। প্রতিযোগিতা শেষে তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনটি সম্পর্কে ক্যারিয়ার ক্লাবের সভাপতি মির্জা শাকিল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। ময়মনসিংহ বিভাগের ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আশা করি আগামীতেও এ ধরনের আয়োজন আমরা করবো।


