সোমবার (১৪ আগস্ট) ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘চলচ্চিত্র, সাহিত্য ও নন্দনতত্ত্ব’ শীর্ষক আন্তর্জাতিক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তুহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর তার বক্তব্যে বলেছেন, আমাদের অনেকের মাঝে দূরদৃষ্টি আর অন্তর্দৃষ্টির অভাব থাকে, এটিকে অর্জন করতে হয়। অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি চিন্তা, অভিজ্ঞতা, বোধ, বুদ্ধি ও পড়াশোনার মাধ্যমে অর্জন করতে হয়। আমার বিশ্বাস আজকের প্রাজ্ঞজনের নিকট থেকে শ্রোতৃম-লী অনেক বেশি উপকৃত হবে।
তিনি আরও বলেন, উত্তর দেওয়া সহজ কিন্তু প্রশ্ন করা কঠিন কাজ। প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করতে হলে নির্দিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। তাই আজকের এই আন্তর্জাতিক বক্তৃতামালার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মনের জানালা খুলে যাবে, দেখার যে দৃষ্টি তা অনেকদূর প্রসারিত হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, আন্তর্জাতিক এই বক্তৃতামালা শিক্ষার্থীদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে দেবে। শিক্ষার্থীদের এই ধরনের আয়োজনে আর্থিক দিক দিয়ে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবেন বলেও তিনি আশ্বস্ত করেন।


