ক্যাম্পাসে রোপণের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা শুভসংঘকে ২৫ টি ফলদ ও ৪ টি শোভাবর্ধক গাছ উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার তাসলিমা সুলতানা।
বুধবার(১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা শুভসংঘের সদস্যদের নিকট এসব গাছ উপহারস্বরূপ প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী হারুণ-অর-রশিদ, কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শাখা শুভসংঘের উপদেষ্টা শাহরিয়ার নাসের, নোবিপ্রবি শুভসংঘের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আরাফাত, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শান্তনু দেবনাথসহ অন্যরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার তাসলিমা সুলতানা বলেন, আমাদের সবার উচিত পতিত জমিতে বেশি বেশি করে গাছ লাগানো। পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে। এমন পরিস্থিতিতে গাছ লাগানোর বিকল্প নেই। কেউ গাছ লাগালে সেটার জন্য উপকৃত হবে সবাই। ক্যাম্পাসে ফলদ গাছের সঙ্কট রয়েছে। এজন্য আমার নানা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুভসংঘকে এসব গাছ উপহার দেয়ার বিষয়টি মাথায় আসে। গাছ যখন বড় হবে মানুষ ছায়া পাবে, ফল খেয়ে দোয়া করবে। আমি আরো গাছ উপহার দিতে চাই। উপহার গ্রহণের জন্য শুভসংঘের প্রতি আমার ভালোবাসা থাকবে।
নোবিপ্রবি শুভসংঘের সভাপতি জাহিদ হাসান বলেন, উপহার হিসেবে গাছ দেয়ার বিষয়টি অবশ্যই ভালোলাগার। আমরা শুভসংঘের সদস্যরা তাকে ধন্যবাদ দিতে চাই।


