ads
ঢাকাসোমবার , ১ মে ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

নোবিপ্রবি প্রতিনিধি
মে ১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের পাশে এক কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী মোহাইমিনুল ইসলাম নুহাশ ও তার অনুসারীরা।

 

রবিবার (৩০ এপ্রিল) ক্যাম্পাসের নিকটবর্তী মুক্তাঞ্চলের পাশে বিশ্ববিদ্যালয়ের টঙ দোকানী মোহাম্মদ কবির হোসেনের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শারীরিক অসুস্থতা ও অর্থের অভাবে নিজ জমির ধান কাটতে পারছিলনা কবির হোসেন। তিনি জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ গরিব কৃষকদের ধান কাটা কর্মসূচি পালন করছে। তখন তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোহাইমিনুল ইসলাম নুহাশের সাথে যোগাযোগ করলে কর্মীদের নিয়ে ধান কেটে ঘরে তুলে দেয়।

কৃষক মোহাম্মদ কবির হোসেন বলেন, টঙ চালিয়ে যে টাকা পাই সে টাকা দিয়ে আমার পরিবারের খরচ চালাতে গিয়ে হিমশিম অবস্থায় পড়ে যাই। দোকানের পাশাপাশি আমি ধান চাষ করি। কিন্তু আর্থিক সংকটের কারণে শ্রমিক দিয়ে পাকা ধান কাটার মতো অবস্থা ছিল না। নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নুহাশ তাঁর নেতা-কর্মীদের নিয়ে আমার ধান কেটে দেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাই, কৃষকদের প্রতি এরকম ভালোবাসার জন্য। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ থাকবো তাদের সহযোগিতার জন্য।

এ বিষয়ে মোহাইমিনুল ইসলাম নুহাশ বলেন, শারীরিক অসুস্থতা নিয়ে কবির ভাই আমার কাছে আসেন এবং আর্থিক সমস্যার কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা তাঁর পাকা ধান কেটে বাড়িতে দিয়ে আসি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবাদ লাইভ/নোবিপ্রবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।