ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস(এমআইএস) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এমআইএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমআইএসএএ) এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭ এপ্রিল) নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এমআইএস এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রাবেয়া সুলতানা, চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান মিয়া, বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়া, অধ্যাপক ড. রাকিবুল হক, সহযোগী অধ্যাপক ড. আশিষ তালুকদার ও সহকারী অধ্যাপক নাইমাতুল জান্নাত নিপা। অন্যান্যের মধ্যে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় এমআইএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং যে কোনো প্রয়োজনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এমআইএস বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ লাইভ/ঢাবি


