ads
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মিস্টের এআই সামিটে রানার্স-আপ মাহিম-ইমামুল-আজিজ

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘দ্য ইনাগুরাল রেসপনসিবল এআই সামিট বাংলাদেশ–২০২৬’-এ অংশগ্রহণ করে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ (দ্বিতীয়) হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিডল ভিশন টিম।

গত রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত মিস্ট ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়াম-এ এই সামিট অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল উন্নয়ন ও ব্যবহার নিয়ে একাডেমিক, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সমন্বিত আলোচনা তৈরি করা।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস শারমিন সোনেয়া মুরশিদ।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন মিস্টের মেজর জেনারেল মো. নাসিম পারভেজ (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. উপোল এহসান এবং হার্ভার্ড ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক বার্কম্যান ক্লাইন ফেলো।

এই সামিটে দুইটি সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়- পোস্টার ডিজাইন ও পোস্টার প্রেজেন্টেশন এবং প্রজেক্টভিত্তিক প্রতিযোগিতা।

এর মধ্যে পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্টে সারা বাংলাদেশ থেকে বাছাই শেষে ১৫টি দল চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নির্বাচিত দলগুলোর মধ্য থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিডল ভিশন টিম ফার্স্ট রানার আপ (দ্বিতীয়) হওয়ার সম্মান অর্জন করে।

উক্ত দলের সদস্যরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম মাহিম, এমামুল হোসেন ও তারেক আজিজ। প্রজেক্টটির টিম লিডার ছিলেন এস এম মাহিম। রেসপনসিবল এআই ও স্বাস্থ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনের মাধ্যমে দলটি বিচারকদের বিশেষ প্রশংসা অর্জন করে।

এই সাফল্যের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।