ads
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পরিবেশবান্ধব উদ্ভাবনে তরুণদের নেতৃত্বে ইনোভেশন সামিট

সংবাদ লাইভ
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব উদ্ভাবন এবং তরুণ প্রজন্মের নেতৃত্বকে উৎসাহিত করতে আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ‘এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫’। মিশন গ্রীন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, পরিবেশবিদ, গবেষক এবং উন্নয়নকর্মীরা অংশ নেন। এই সামিটে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা কয়েকশো তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, নদী সুরক্ষা ও সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা, প্যানেল সেশন এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমীন মুরশিদ, অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটে আমাদের নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়, যেখানে টেকসই উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার একসঙ্গে নিশ্চিত হবে। পরিবেশ রক্ষা কেবল কোনো দাপ্তরিক কাজ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। বড়দের ভুলের খেসারত যেন শিশুদের দিতে না হয়, সেজন্য এখনই আমাদের সচেতন হতে হবে। তরুণদের এই উদ্ভাবনী ভাবনাগুলোই সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষাকে এক সুতোয় গেঁথে আগামীর বাংলাদেশ গড়তে সাহায্য করবে।”
শরীফ জামিল, ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর কান্ট্রি কোঅর্ডিনেটর, বলেন, “নদী ও পানি ব্যবস্থাপনা ছাড়া বাংলাদেশের পরিবেশ রক্ষা সম্ভব নয়। নদী দখল ও দূষণ বন্ধ না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না। এ লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।”

মো. শরিফুল ইসলাম, অক্সফাম বাংলাদেশ-এর হেড অব ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের অ্যাডভোকেসি ও যোগাযোগ কৌশল আরও শক্তিশালী করতে হবে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণে পৌঁছানোই জলবায়ু ন্যায়ের মূল চাবিকাঠি।”

আমানুল্লাহ পরাগ, ইউথ ফর এনডিসি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বলেন, “জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি (NDC) বাস্তবায়নে তরুণদের কেবল অংশগ্রহণকারী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে দেখতে হবে।”

ফাতিহা আয়াত, শিশু অধিকার কর্মী ও জলবায়ু প্রচারক, বলেন, “বড়দের ভুল সিদ্ধান্তের কারণে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে। জলবায়ু সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তে শিশুদের অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রাধিকার দিতে হবে।”

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন মো. জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (সিসি); শুভাশীষ ভৌমিক, এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; ইকরামুল হাসান শাকিল, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী; এবং মো. মনির হোসেন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান। প্যানেল আলোচনায় অংশ নেন বারীশ হাসান চৌধুরী, বেলা (BELA)-এর পলিসি ও ক্যাম্পেইন কোঅর্ডিনেটর; ইঞ্জি. নাজনীন আক্তার, সোলারিক গ্লোবালের পরিচালক; এবং শাহাদাত হোসেন, ও.ক্রিডস লিমিটেডের সিইওসহ অন্যান্য বিশিষ্টজন।

দিনব্যাপী এই সম্মেলনে ‘গ্রীনোভেশন চ্যালেঞ্জ’ এর মাধ্যমে তরুণদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে ‘এনভায়রনমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
মিশন গ্রীন বাংলাদেশ-এর এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ছিল ওয়াটারকিপার্স বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (DURS), ক্যাচ বাংলাদেশ এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।