এগ্রোভেট, প্রাণিস্বাস্থ্য ও মৎস্যখাতের পরিচিত মুখ এবং একনিষ্ঠ কর্মী মৎস্যবিদ মোঃ মোস্তাকিম ও মৎস্যবিদ মোঃ রেদওয়ান আজাদ সম্প্রতি এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডে গ্রুপ সায়েন্টিফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রতিষ্ঠানটির অ্যাকুয়া ডিপার্টমেন্টে তাঁদের এই অগ্রগতি সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, তাঁরা উভয়ই গত দুই বছর ধরে এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডে সায়েন্টিফিক এক্সিকিউটিভ (অ্যাকুয়া) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে মোঃ মোস্তাকিম এসি আই অ্যানিম্যাল হেলথ লিমিটেডে টানা চার বছর এবং মোঃ রেদওয়ান আজাদ একই প্রতিষ্ঠানে টানা দুই বছর কর্মরত ছিলেন। সেখানে তাঁরা অ্যাকুয়া সেক্টরে বাস্তবভিত্তিক কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ পেশাগত অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা অর্জন করেন।
দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং দায়িত্বশীল পেশাগত আচরণের মাধ্যমে তাঁরা সহকর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তাঁদের এই পদোন্নতি প্রদান করা হয়।
নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ মোস্তাকিম বলেন, “এই দায়িত্ব আমার জন্য বড় একটি সম্মান ও একই সঙ্গে একটি চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সততা, দক্ষতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে সর্বোচ্চ অবদান রাখতে আমি অঙ্গীকারবদ্ধ।”
অন্যদিকে মোঃ রেদওয়ান আজাদ বলেন, “সততা, নিষ্ঠা ও পরিশ্রমে বপন করা বীজের অঙ্কুরই এই পদোন্নতি। লক্ষ্য যখন আকাশচুম্বী, তখন নতুন চ্যালেঞ্জ ও নতুন দায়িত্বকে সততার পাশাপাশি দৃঢ়তা, ধারাবাহিকতা ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সফলতার শিখরে পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেড কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানান, মোঃ মোস্তাকিম ও মোঃ রেদওয়ান আজাদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনা প্রতিষ্ঠানটির অ্যাকুয়া ডিপার্টমেন্টের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে। পাশাপাশি দেশের মৎস্যখাতের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতেও তাঁদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।


