জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রদলের এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়। আজ(১৩ ডিসেম্বর) শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ডেস্ক বসানো হয়।
এসময় শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, ও অন্যান্য জিনিসপত্র টোকেন নম্বরের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এছাড়াও পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছে, চারুকলার পরীক্ষার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলো কোথায় পাওয়া যাবে, ও শিক্ষার্থীদের কে বিশেষ করে যাদের লেট হচ্ছে তাদেরকে বাইকযোগে ক্যাম্পাসে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এবং শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয় এ সময়। সাথে সাথে অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে।
আজকের এই হেল্প ডেক্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এর নির্দেশনা কাজ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ তৌহিদ চৌধুরী, আহবায়ক সদস্য মুবাইদুর রহমান, রাহাত হোসেন এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার রিমি ও অন্যান্য নেতৃবৃন্দ।


