ads
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাকৃবি কর্মকর্তা ও ছাত্রদলের দোয়া মাহফিল

মো আমান উল্লাহ
ডিসেম্বর ১, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ ভবনে ওই দোয়া মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এছাড়াও একই দিনে বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম,  দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা।

অফিসার পরিষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, সংস্থাপন শাখা-৩ এর ডেপুটি রেজিস্ট্রার ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রধান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।

ছাত্রদলের দোয়া ও মিলাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ছাত্রদলের আহ্বায়ক  মো. আতিকুর রহমান, সদস্য সচিব  মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম  এবং বাইতুল আমান মসজিদের সিনিয়র পেশ ইমাম ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।