ads
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিটার ছাত্র হোস্টেল বসবাসের অনুপযোগী: বিশেষজ্ঞ দলের তদন্ত প্রতিবেদন

নিটার প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদনঃ সাম্প্রতিক ভূমিকম্পের পর নিটার ক্যাম্পাসের স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে SB Consultant Ltd.–এর তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ২৪ নভেম্বর ২০২৫ তারিখে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হোস্টেলসহ পুরো ক্যাম্পাস সরজমিনে পরিদর্শন করে।

বিশেষজ্ঞ দল তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানায়—একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ স্থাপনাগুলোতে সামান্য মেরামতে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। তবে সবচেয়ে সংকটজনক চিত্র উঠে এসেছে তিনতলা নিটার ছাত্র হোস্টেল ভবন সম্পর্কে। হোস্টেলটিকে বসবাসের অনুপযোগী ও মেরামত-অযোগ্য হিসেবে বলা হয়েছে। এতে হোস্টেলে বসবাসরত অসংখ্য শিক্ষার্থী এখন আবাসন সংকটের মুখে পড়বেন বলে শঙ্কা করছেন।

নিটার ক্যাম্পাসে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি বড় অংশ হোস্টেলেই অবস্থান করেন। হোস্টেল ভবনটি ব্যবহার অনুপযোগী হলে শিক্ষার্থীদের বিকল্প আবাসন কী হবে—তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিরাপত্তাজনিত কারণে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ক্লাসসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটি কিংবা অভ্যন্তরীণ পরীক্ষা (ল্যাব পরীক্ষা) স্থগিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যেসব পরীক্ষা পরিচালিত হয়, সেগুলো যথারীতি চলমান থাকবে।

হঠাৎ এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, সকল সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক সুবিধাকেই অগ্রাধিকার দিয়ে নেওয়া হবে। নিটারের এই সংকট ঘিরে এখন সবার দৃষ্টি থাকছে বিকল্প আবাসন ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।