ads
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবির ছয় কর্মকর্তাকে বরখাস্ত

গোবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

অননুমোদিতভাবে বিদেশে অবস্থান ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় কর্মকর্তাকে সাময়িক ও স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং সহকারী রেজিস্ট্রার নূরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এর ২(চ) ধারা মোতাবেক অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, ফৌজদারি মামলার আসামি হওয়ায় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম ও কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে সাময়িকভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক তুহিন মাহমুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।