সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমে জুবায়ের হাসান আর্কিটেক্টস ও নিটার-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর কারওয়ান বাজারস্থ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিটারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা, এবং জুবায়ের হাসান আর্কিটেক্টস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান স্থপতি জনাব মো. জুবায়ের হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটার গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও বিটিএমএ প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, নিটার গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিটিএমএ বোর্ড অব ডিরেক্টরস-এর সম্মানিত সদস্যরা।
উল্লেখ্য, নিটার গভর্নিং বডির ৭৩তম সভায় প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী আবাসিক হল, থিয়েটার ভবনসহ বিভিন্ন স্থাপনা দ্রুত নির্মাণের লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের একটি মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় জুবায়ের হাসান আর্কিটেক্টস-কে মাস্টার প্ল্যান, লে-আউট ডিজাইন এবং ভবন নির্মাণের বিস্তারিত নকশা (স্থাপত্য, কাঠামোগত, বৈদ্যুতিক, পানিনিষ্কাশন, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি) প্রস্তুতের দায়িত্ব প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে জুবায়ের হাসান আর্কিটেক্টস ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিটিএমএ’র গুলশান কার্যালয়ে নিটার গভর্নিং বডি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাথমিক মাস্টার প্ল্যান উপস্থাপন করে। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নিটার গভর্নিং বডির ৭৫তম সভায় চূড়ান্ত মাস্টার প্ল্যান উপস্থাপনের পর উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।


