ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিটারে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিটার প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ জুমার নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় এক ইস্কনবিরোধী প্রতিবাদ বিক্ষোভ। গাজীপুরের শিশু আশামনি সহ সকল নারী ও শিশু ধর্ষণ, টঙ্গীর টিএনটি কলোনি মসজিদের খতীব মহিবুল্লাহ মিয়াজির গুম ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদ এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ অক্টোবর ,২০২৫) ইয়ার্ন শেডের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিটারের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিটার মসজিদের ইমাম ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষকবৃন্দ। জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা একে একে সেখানে সমবেত হন।

প্রথমে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিটারের ১২ ব্যাচের ছাত্র সাকিব আহাদ। তিনি সাম্প্রতিক সময়ে ইস্কনের নামে ওঠা অভিযোগগুলো তুলে ধরে ইস্কনের কার্যক্রমকে “উগ্র ও সন্ত্রাসী” আখ্যা দেন এবং সংগঠনটির নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি তিনি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইস্কনের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পরবর্তীতে নিটার মসজিদের ইমাম বক্তব্যে বলেন, “ইস্কনের সাম্প্রতিক কার্যক্রম ধর্মীয় প্রচারণা নয়, বরং এতে উগ্রতার বহিঃপ্রকাশ ঘটেছে।” তিনি আরও আহ্বান জানান, ইস্কন যদি ধর্মীয় সংগঠন হিসেবে কার্যক্রম চালাতে চায়, তবে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে শুরু করতে হবে।

শেষে নিটারের শিক্ষক জনাব আবুল কালাম তার বক্তব্যে পূর্ব বক্তাদের সাথে একমত পোষণ করেন এবং সবাইকে রাষ্ট্রীয় আইন মেনে চলা ও পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।