ads
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে ‘নিড ফর দ্য একোয়াকালচার পলিসি অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে ‘নিড ফর দ্য একোয়াকালচার পলিসি অব বাংলাদেশ’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। একোয়াকালচার নেটওয়ার্ক অব বাংলাদেশ (এএনবি)-এর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির অধ্যাপক (অব.) ড. মো. আব্দুল ওয়াহাব। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হক, এএনবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএফআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বক্তারা বাংলাদেশের মৎস্য খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মৎস্য উৎপাদন ব্যবস্থা, সার্ভিস ও মার্কেট উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি সমন্বিত ও সময়োপযোগী অ্যাকোয়াকালচার নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। এ নীতিমালা প্রণয়ন হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষকবৃন্দ, এম.এস. পর্যায়ের শিক্ষার্থীরা এবং বিএফআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।