পবিত্র কুরআন অবমাননাকারী ‘নর্থসাউথ ইউনিভার্সিটি’র শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৫ অক্টোবর) এশার নামাজের পর ডুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, অপূর্ব পালের ফাঁসি চাই’, ‘অপূর্ব পালের ঠিকানা, এই বাংলায় হবেনা’, ‘আল কুরআনের অপমান, সইবেনারে মুসলমান’—এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ২১ সিরিজের শিক্ষার্থী এফ এম হাবিব বলেন, “আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা অপূর্ব পালের ধর্মীয় পরিচয় বিবেচনা করতে চাই না; আমরা জানি সে একজন উগ্রপন্থী। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, আর সে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত করছে। তাই আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই—এখানেই দাড়ি, এখানেই ফুলস্টপ দিতে হবে। আমরা আর এক বিন্দুও ছাড় দেব না।”
পরে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।


